ই-পেপার মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে
দিশেহারা ইতালি ও স্পেন
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ১০:১৮ পিএম আপডেট: ২৯.০৩.২০২০ ১২:৪৬ এএম  (ভিজিট : ২৪৩)
করোনাভাইরাসে দুনিয়া জুড়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। শনিবার জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশি^ক মহামারীতে এ পর্যন্ত বিশে^র ১৯৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ^ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ২৮ হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশে^র অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ১ লাখ ৪ হাজার ৯১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৭১৭ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন, যা সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে।
এই ভাইরাসে শুধু শুক্রবারই ইতালিতে ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে কোভিড-১৯-এ এক দিনে সর্বোচ্চ মৃত্যু। করোনাভাইরাস দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকেও পুরোপুরি ভেঙে দিয়েছে। উত্তরাঞ্চল পেরিয়ে ভাইরাসের সংক্রমণ এখন ইতালির দক্ষিণেও বিস্তৃত হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। সে রকমটি হলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান বিশ্লেষকদের।
তাদের ভাষ্য, ইতালির উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণের স্বাস্থ্য ব্যবস্থা বেশ দুর্বল। জনসংখ্যায় ষাটোর্ধ্বদের সংখ্যা বেশি থাকায় দেশটিতে মৃত্যুহার অন্যদের তুলনায় বেশি বলেও বলছেন অনেকে। মাস্ক, পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের মতো সুরক্ষা উপকরণ এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও দেশটিকে বিপাকে ফেলেছে।
মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৬৯০। মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৪৮ জন। ভয়াবহ বিপর্যয়ে হাবুডুবু খাওয়া স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় মৃত্যুর হার গত দু’দিনের চেয়ে একটু কমেছে। শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে।
স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ৩ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। তবে চীনের বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনো মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) সন্দেহ প্রকাশ করবে।’
অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন সংক্রমণ গোপন না করতে কর্মকর্তাদের প্রতি আহŸান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি খোয়াচিয়াম। গত ২৩ মার্চ কর্মকর্তাদের প্রতি দেওয়া তার এ সংক্রান্ত ভাষণ পরদিন ২৪ মার্চ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। লি খোয়াচিয়াম বলেন, স্বচ্ছতার মানে হচ্ছে নতুন কেউ আক্রান্ত হলে অবশ্যই তা রিপোর্ট করা উচিত, যা ঘটেছে তা-ই বলা উচিত। কোনো কিছু অবশ্যই ধামাচাপা দেওয়া হবে না।
ভারতে আক্রান্তের সংখ্যা ৯৪৪ জন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন। ‍এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। ইরানে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪০৮ জন। মারা গেছে ২ হাজার ৫১৭ জন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close