ই-পেপার বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ফি ছাড়াই সৌদিতে একামা নবায়ন করা যাবে তিন মাস
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১:০৪ পিএম  (ভিজিট : ৩৩০)
কোনোপ্রকার ফি ছাড়াই আগামী তিন মাসের জন্য প্রবাসীদের ইকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন শুরু করেছে সৌদি সরকার।  প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের এ সুযোগ দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। যেসব প্রবাসীদের ইকামা মার্চের ১৮ থেকে ৩০ জুনের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ইকামা পরবর্তী তিন মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ সংবাদ প্রকাশ করে। এ খবরের পরই সৌদিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে স্বস্তি বিরাজ করে। বিশেষ করে যাদের ইকামার মেয়াদ শেষের পথে তারা যেনো হাঁপ ছেড়ে বেঁচেছেন।

খবরে বলা হয়, যেসব প্রবাসীদের ইকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ইকামা স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য নবায়ন শুরু হয়েছে। ইকামা নবায়ন নিশ্চিত হওয়ার জন্য জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই প্রবাসীদের। ইলেকট্রনিক প্রক্রিয়ার অনলাইন পোর্টাল আবসের মাধ্যমে চেক করে নিতে পারবেন।

ইতিমধ্যে কিছু প্রবাসীদের উল্লেখিত তারিখের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া ইকামার মেয়াদ ৩ মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে বলে জানা যায়। এই সুযোগ সব দেশের প্রবাসীদের জন্য বলে জানা যায়। সৌদিতে এই সময়ে যারা অবস্থান করছেন না তারাও এ সুবিধা পাবেন  বলে খবরে জানানো হয়।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ২ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ২৫ জনের। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর ৫৯ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন এ ভাইরাসে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close