ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

৩৫৩ বাংলাদেশি ফিরলেন মালদ্বীপ থেকে
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২০, ১২:০৯ এএম আপডেট: ১৭.০৫.২০২০ ১২:১১ এএম  (ভিজিট : ২৪৩)
লকডাউনের কারণে মালদ্বীপে আটকে পড়া  ৩৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। 

বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, মালদ্বীপ ফেরতদের বহনকারী বিমানটি রাত ৯টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইতিমধ্যে, মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তায় হাত বাড়িয়েছে বাংলাদেশ। নির্মাণাধীন হাসপাতালের মেডিক্যাল সরঞ্জামের একটি চালান (শিপমেন্ট) মালদ্বীপ পৌঁছিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

শনিবার সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেটারই ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধিত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হলো। হাসপাতালের মেডিক্যাল সামগ্রীর চালান পরিবহনে সহযোগিতা করায় বিমান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বিভিয়ান এয়ারলাইনস।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close