ই-পেপার মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

ঘরেই আদায় করা যাবে ঈদের নামাজ - সৌদি গ্রান্ড মুফতি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২০, ৪:২৫ পিএম  (ভিজিট : ৬৫৮)
সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সৌদি বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ জনিয়েছেন ঈদের নামাজও ঘরে পড়া যায়। 

দেশটির এজ নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্বাভাবিক অবস্থায় বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতরের নামাজ নিজের ঘরে পড়ে নেয়াই উত্তম হবে।

শেখ আবদুল আজিজ আল-শেখ বলেন, অন্যান্য নামাজ যেমন একাকি ও জামাতের সঙ্গে পড়া যায়, তেমন ঈদের নামাজও একাকি নিজের ঘরে আদায় করা যাবে।

চলমান সংকটময় পরিস্থিতিতে বেশিরভাগ সময় নিজের ঘরে অবস্থান করে মা-বাবা ও নিজের সন্তানদের সঙ্গে সময় অতিবাহিত করার জোর আহ্বান জানান সৌদির এ গ্রান্ড মুফতি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি সরকার পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি, সৌদির প্রধান দুই মসজিদসহ সব মসজিদে সীমিত করে দিয়েছিল। পরিস্থতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের দিনও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close