গুইমারায় আয়োজিত সেনাবাহিনীর এক মিনিটের বাজার
নিজস্ব প্রতিবেদক
|
মানবিক সেবার ধারাবাহিকতায় এবার পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় আয়োজিত হলো সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’। শুক্রবার গুইমারা সাব জোন ও গুইমারা রিজিয়নের উদ্যোগে এক মিনিটের ঈদ বাজার নামক একটি ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, গতকাল সকালে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে এক মিনিটের বাজারের আয়োজন করা হয়। বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর প্রভাবে দুস্থ-কর্মহীন ১০০টি পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে ১ মিনিটের বাজারের আয়োজন করা হয়। এ সময়ের উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, সিন্দুকছড়ি জোন অধিনায়ক মো. কাউছার জাহান এবং গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির। এ সময় অসহায় মানুষদের প্রত্যেককে দেওয়া হয় চাল ৫ কেজি, আটা ২ কেজি, সেমাই ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, নুডলস ২ প্যাকেট, লুঙ্গি ১টি ও শাড়ি ১টি। |