ঈদের দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ আনন্দের দিন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার জন্য অনন্যা উপহার। এ দিনে কিছু সুন্নত ও মুস্তাহাব আমল রয়েছে। সেসব আদায় করলে ঈদের আনন্দে যুক্ত হয় ভিন্ন মাত্রা।
এমন কিছু আমল এখানে উল্লেখ করা হলোÑ১. মেসওয়াক করা সুন্নত; ২. গোসল করা সুন্নত; ৩. সুগন্ধি ব্যবহার করা সুন্নত; ৪. ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত; ৫. ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম; ৬. এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা মুস্তাহাব; ৭. ঈদগাহে যাওয়ার পথে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ) পড়া সুন্নত; ৮. সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব; ৯. নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা সুন্নত; ১০. ঈদের দিন চেহারায় খুশির ভাব প্রকাশ করা ও কারও সঙ্গে দেখা হলে হাসিমুখে কথা বলা মুস্তাহাব; ১১. আনন্দ-অভিবাদন বিনিময় করা মুস্তাহাব। (ফাতাওয়া শামি : ১/৫৫৬, ৫৫৭, ৫৫৮; হেদায়া : ২/৭১; বুখারি : ১/১৩০, ইবনে মাজাহ : ৯২)