ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঢামেকে প্লাজমা কার্যক্রমে দাতা ১৯ জন, থেরাপি নিয়েছেন ৬ জন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ২:১৬ পিএম  (ভিজিট : ১৭২)
প্লাজমা সংগ্রহ শুরুর দিন থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা এ পর্যন্ত ৬ রোগীকে প্লাজমা থেরাপি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্লাজমা কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান এ কথা জানান।

তিনি বলেন, ঈদের আগ থেকে আজ পর্যন্ত যারা শ্বাসকষ্টে ভুগছিলেন এমন ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এ চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ডা. খান বলেন, প্লাজমা সংগ্রহ শুরুর দিন থেকে বুধবার পর্যন্ত আনুমানিক ১৯ জন করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই হাসপাতালে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২৭ মে) তিনজন করোনা জয়ী প্লাজমা দিয়েছেন বলে জানা গেছে।

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close