ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহন: চাঁদপুর বন্দর কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২০, ৪:৫৯ পিএম  (ভিজিট : ২২৯)
করোনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহনের দায়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার স্থলে বিআইডব্লিউটির প্রধান কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক (প্রশাসন) আবুল বাশারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি রোববার বিকালে চাঁদপুর এসে পৌঁছান এবং কাজে যোগদান করেন বলে জানা গেছে।

অন্যদিকে সাময়িক বরখাস্ত আবদুর রাজ্জাককে বিআইডব্লিউটিএ কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, বন্দর কর্মকর্তা বরখাস্তে আমি এখনও কোনো চিঠি পাইনি।

দুই মাস ছয় দিন পর রোববার সকাল থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নৌ চলাচল শুরু হয়।

কিন্তু প্রথম দিনেই যাত্রী সুরক্ষায় লঞ্চঘাটে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করাসহ নানা অভিযোগ ওঠে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে।

এ ব্যাপারে বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, করোনা পরিস্থিতিতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটি টানেল স্থাপন করার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে তা সরবরাহ না হওয়ায় আপাতত যাত্রী সুরক্ষায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।

/এইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close