ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

করোনায় ইউরোলজিস্ট মনজুর রশিদ চৌধুরীর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৩:২২ পিএম  (ভিজিট : ২৮৩)
ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী করোনায় মারা গেছেন। আজ (২ জুন) সকাল ১১টার দিকে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনজুর রশিদ চৌধুরী। 

বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল। 

কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী সিলেট মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close