ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভার্চুয়াল কোর্টের কার্যক্রমে বিরূপ মন্তব্য করা যাবে না - হাইকোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৭:৫৮ পিএম  (ভিজিট : ২৯৭)
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম নিয়ে কোনো প্রকার পোস্ট বা বিরূপ মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ভার্চুয়াল উপস্থিতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ভার্চুয়াল কোর্টের কার্যক্রম নিয়ে ফেসবুকে কোনো প্রকার পোস্ট করা যাবে না। এছাড়া কোর্টে মামলা লিস্টে আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সতর্ক থাকতে হবে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close