ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা
ভৈরবে প্রধান আসামির ভাইয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২০, ১১:৫২ পিএম  (ভিজিট : ৯৯)
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ভৈরবে গ্রেফতার মানব পাচারকারী তানজিরুলের বড়ভাই মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকালে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অর্গানাইজ ক্রাইম (টিএইচবি) বিভাগের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান। দুই নং জিআর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রকিবুল বারী জামিন আবেদন শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবের রসুলপুর গ্রামের নিহত মো. আকাশের বড়ভাই মোবারক হোসেন বাদী হয়ে রোববার রাতে সাত জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন। এতে ভৈরবের মানব পাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়। বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি এ মামলার দ্বিতীয় আসামি। এ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মামলার পর ভৈরব থেকে সিআইডি তাকে গ্রেফতার করে। মামলার আসামিরা হলো ভৈরব উপজেলার শ্রীনগর পূর্বপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে তানজিলুর ওরফে তানজিম (৩৫), একই গ্রামের সোনা মিয়ার ছেলে মো. বাচ্চু মিলিটারি, তানজিদের ভাতিজা নাজমুল (২৪), মৌটুপি গ্রামের ঈদু মিয়ার ছেলে জবুর আলী (৫৫), লক্ষèীপুর গ্রামের জাফর (৩৫), শম্ভুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে স্বপন, গোছামারা গ্রামের মিন্টু মিয়া (৩৫)।
গত ২৮ মে লিবিয়ায় নিহত ২৬ জনের মধ্যে ভৈরবের সাতজন আছেন। তারা হলো উপজেলার শিবপুর ইউনিয়নের মোহাম্মদ আলী (২০), সাদেকপুর ইউনিয়নের মৌটুপি খালপাড়া গ্রামের সৌরভ আহমেদ সোহাগ (১৯), একই ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আকাশ (২৫), পৌর শহরের ঋষি পাড়ার রাজন চন্দ্র ঋষি (২৫) ও শ্রীনগর ইউনিয়নের সাকিব মিয়া (২২)। কালিকাপ্রসাদের আকবরনগর এলাকার মাহবুব, ল²ীপুর এলাকার মামুন। আহত অবস্থায় লিবিয়ায় চিকিৎসাধীন আছেন সোহাগ আহমেদ, মো. সুজন মিয়া ও মো. জানু মিয়া।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান মামলাটির তদন্তকারী কর্মকর্তা। বাহালুল আলম খান বাহার জানান, সিআইডির সদস্যরা বাচ্চুকে কিশোরগঞ্জ নিয়ে যান। তাদের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের মাধ্যমে সিআইডি পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close