ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঝিনাইদহে বিপুল অবৈধ ওষুধ বিক্রেতাকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৯৯)
ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব। মঙ্গলবার রাতে এই যৌথ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। আটক করা হয় ওষুধ ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। বকতিয়ার শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের আনছার আলীর ছেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মÐল জানান, আটক ওষুধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়। এ ছাড়া নিম্নমানের কিছু ওষুধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close