ই-পেপার সোমবার ৪ নভেম্বর ২০২৪
সোমবার ৪ নভেম্বর ২০২৪

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব
প্রকাশ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৫:৩৭ পিএম আপডেট: ২৭.১২.২০২০ ৫:৫৫ পিএম  (ভিজিট : ৪৯৩)
আইসিসি নির্বাচিত ১০ বছরে ওয়ানডে ক্রিকেটে সেরা একাদশে আছেন সাকিব আল হাসান। দলটির অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আইসিসি তাদের টুইটারে দলটির নাম প্রকাশ করে। 

সেখানে ভারত থেকে আছেন আরও দুই জন-বিরাট কোহলি এবং রোহিত শর্মা।অস্ট্রেলিয়া থেকে দুই জন। ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিশেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকা থেকে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ঠাঁই পেয়েছেন স্পিনার ইমরান তাহির। ইংল্যান্ড দল থেকে প্রত্যাশিতভাবে জায়গা হয়েছে বিশ্বকাপের নায়ক বেন স্টোকসের। নিউজিল্যান্ড থেকে আছেন ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা।

পূর্ণাঙ্গ একাদশ যারা আছেন তারা হলেন, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এমএস ধোনি, বেন স্টোকস, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির এবং লাসিথ মালিঙ্গা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close