প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম (ভিজিট : ১৮০)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ জন। এর মধ্যে ১৯ জনই ঢাকা বিভাগের এবং দুইজন রাজশাহী বিভাগের। বাকি ছয় বিভাগ অর্থাৎ ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে কোনও সংক্রমণ ধরা পড়েনি।
এর আগের দিন মঙ্গলবারও করোনায় কেউ মারা যায়নি। তবে আক্রান্ত হয়েছিলেন ২০ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৮ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৬৯ শতাংশে।
বুধবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৭ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জন হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
/জেডও