ই-পেপার মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪

উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৭:৩২ এএম  (ভিজিট : ২১৮)
পাকিস্তানের বিপক্ষে আরও একবার হাসল কেন উইলিয়ামসনের ব্যাট। করাচি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ক্রিকেটের লংগার ভার্সনে একই প্রতিপক্ষের সবশেষ ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটা ২০২১ সালের ৪ জানুয়ারি। 

মজার বিষয় হলো, ক্রাইস্টচার্চে সেই ডাবল সেঞ্চুরির পর ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এই প্রথম তিন অঙ্কের ফিগার স্পর্শ করলেন উইলিয়ামসন। সেঞ্চুরিকে আবার ডাবলে রূপ দিলেন তিনি। তার এমন হার না মানা ২০০ রানের ইনিংসে করাচি টেস্টে এগিয়ে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার সফরকারীরা ৯ উইকেটে ৬১২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান। উইকেটে আছেন ইমাম উল হক (৪৫) এবং নোমান আলি (৪)। 

৯৭ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন তারা। স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৪৩৮ রানে। টেস্টের চতুর্থ দিনটা শুরু হয়েছিল উইলিয়ামসন ও ইশ সোধির ব্যাটে। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ১০৫ ও ১ রানে। দিনশেষে অপরাজিতই থেকে গেছেন কিউইদের সাবেক অধিনায়ক। 

৫৯৩ মিনিট উইকেট আগলে রেখে ৩৯৫ বল খেলেন উইলিয়ামসন। ২০০ রানের ইনিংস সাজান ২১ চার ও ১ ছক্কায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close