প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:২৭ এএম আপডেট: ৩০.১২.২০২২ ১০:৪৭ এএম (ভিজিট : ৩৩৪)
প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ব্রাজিলের দক্ষিণ-পূর্ব শহর সান্তোসে হবে এই শেষকৃত্য। সান্তোস ফুটবল ক্লাব বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পেলের মেয়ে এ তথ্য দেন। কেলি নাসিমেন্তো লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে অসীম ভালবাসি। শান্তিতে বিশ্রাম নিন।’
সেখান থেকে আগামী সোমবার সকালে কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। সান্তোসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেডিয়ামের মাঝমাঠে ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে। সেখানেই ফুটবল রাজাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন জনসাধারণ। ৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী।
অগস্ত্যযাত্রা শেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না। এরই মধ্যে পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।