ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

শয়তানের ধোঁকা থেকে বাঁচার আমল
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৩ এএম  (ভিজিট : ৪৮২)
শয়তান মানুষের ইহকাল ও পরকাল ধ্বংস করতে সদা তৎপর। এ জন্য সবসময় শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচানোর নির্দেশ দেওয়া হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শয়তান প্রত্যেকের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে? ওটা কে সৃষ্টি করেছে? এমনকি সে বলে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এ পর্যন্ত পৌঁছালে মানুষ যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে ও শয়তানকে অভিশাপ দেয়’ (বুখারি : ৩২৭৬)। 

হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারও সঙ্গে কথা বলার পূর্বে ১০ বার নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে তার আমলনামায় ১০টি নেকি লেখা হবে, ১০টি গুনাহ বিলুপ্ত করা হবে এবং ১০ গুণ মর্যাদা বৃদ্ধি করা হবে। সে ওইদিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, তাকে শয়তানের ধোঁকা থেকে নিরাপদে রাখতে পাহারার (ফেরেশতাদের দিয়ে) ব্যবস্থা করা হয়। 

তবে ওইদিন শিরক ছাড়া অন্য কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। দোয়াটি হচ্ছে- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই, যাবতীয় প্রশংসা তাঁরই, কর্তৃত্ব তাঁরই, তিনিই মহান’ (তিরমিজি)। 

অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শয়তান মানুষের অন্তঃকরণে (কলব) আসন গেড়ে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান কলব ছেড়ে পেছনে সরে যায়। আর যখন জিকির থেকে অমনোযোগী হয়ে যায়, তখন আবার (কলবের মধ্যে) প্ররোচনা দিতে থাকে।’ (বুখারি)

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close