ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

লুট হওয়া ৫৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৫
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম  (ভিজিট : ১৭৮)
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। এ সময় থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। সর্বশেষ ৩ সেপ্টেম্বর ছিল লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। 

শনিবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে এক খুদে বার্তায় ৫৩ অস্ত্র উদ্ধারের তথ্য জানানো হয়। এ সময় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। 

খুদে বার্তায় জানানো হয়, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত মোট ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এ সকল অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ২টি, পিস্তল ১৮টি, রাইফেল ২টি, শটগান ১১টি, পাইপগান ১টি, শুটারগান ৬টি, এলজি ৩টি, বন্দুক ৩টি, একে ৪৭- ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি ও এসবিবিএল ৩টি। এই অস্ত্র উদ্ধারের সময় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close