ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

নিজ ঘরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:০৭ পিএম  (ভিজিট : ২৮৪)
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য সীমান্ত খোকনের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসায় তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকতেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শান্তিনগরের চামেলীবাগ এলাকার ২৩ নম্বর বাড়ির অষ্টম তলার বাসা থেকে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া খোকনের লাশ উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খোকনের আত্মীয়-স্বজনরা জানান, খোকন দুপুরের দিকে দরজা বন্ধ করে নিজের কক্ষে ছিলেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুর দেড়টার দিকে চাবি দিয়ে দরজা খুলে তাকে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close