ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

কোহলির উপহার
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ এএম  (ভিজিট : ১৩৮)
খেলা শেষ। ড্রেসিংরুম ঘুরে দুই দলের ক্রিকেটাররা ফের মাঠে, উপলক্ষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই অনুষ্ঠান শুরুর আগেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন বিরাট কোহলি। হাতে একটি ব্যাট, ক্রিকেটারদের জটলায় গিয়ে যেটি তিনি ধরিয়ে দিলেন সাকিব আল হাসানের হাতে।

ভারতীয় ব্যাটিং গ্রেট বনে যাওয়া কোহলির এমন উপহার টাইগার অলরাউন্ডার মুখে চওড়া হাসি ফুটিয়েছে। তা আবার হৃদয়ে রক্তক্ষরণও ঘটিয়েছে সম্ভবত। কোহলির ওই উপহার যে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথাই স্মরণ করিয়ে দিয়েছে সাকিবকে। এই তারকা অবশ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে ইতি টানতে চেয়েছেন। তাই কানপুর টেস্টকে আনুষ্ঠানিকভাবে তার ‘শেষ’ বলার ফুরসত নেই। তবে সার্বিক চিত্র বলছেÑঘরের মাঠে সাকিবের ইতি টানার ইচ্ছাটা বুঝি অপূর্ণই থেকে যাবে। রাজনৈতিক কারণে হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, তাই দেশে ফিরলে গ্রেফতার হওয়ার শঙ্কা আছে।

ওই শঙ্কা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তা চেয়েছিলেন। সংস্থাটির প্রধান কর্তা ফারুক আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন- অত সামর্থ্য তাদের নেই। এ প্রসঙ্গে সিদ্ধান্ত আসতে হবে সরকারের উচ্চ পর্যায় থেকে। কিন্তু সেখান থেকেও আশ্বস্ত হওয়ার মতো বার্তা মেলেনি। তাই ভারতের বিপক্ষে কানপুর টেস্টই লাল বলের ক্রিকেটে সাকিবের শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। এমন ম্যাচে নিজের সেরাটাই দিতে চেয়েছিলেন সাকিব। বোলার হিসেবে সাফল্য পেলেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। দলও দেখেছে হার।

তবুও বিশেষ এই টেস্টটা স্মরণীয়ই হয়ে থাকবে সাকিবের কাছে। সময়ের সেরা ব্যাটার কোহলির ব্যাট যে উপহার পেয়েছেন। মাঠেই টাইগার অলরাউন্ডারের হাতে ব্যাট তুলে দেন তিনি। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ আলাপও চলে। যেখানে হয়তো ভবিষ্যতের জন্য সাকিবকে শুভকামনাই জানিয়েছেন ভারতীয় গ্রেট। তিনি নিজেও আছেন শেষের কাছে। সাকিবের মতো টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। নিকট ভবিষ্যতে হয়তো ওয়ানডে আর টেস্টকেও বিদায় বলে দেবেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close