সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
বুধবার (২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।
বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী সময়ের আলোকে জানান, তার বাবা মঙ্গলবার সারারাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তার মেয়ে ডা. শায়লা চৌধুরী বলেন, বাবাকে মাত্র হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পরে বিস্তারিত বলা যাবে। চিকিৎসকরা বদরুদ্দোজা চৌধুরীকে গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। ৯৫বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন।
সময়ের আলো/এএ/