বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও তার সুনাম ছড়িয়েছে। রাজশাহীর নওগাঁয় ১৯৬৪ সালের আজকের এই দিনে (২ অক্টোবর) জন্মগ্রহণ করেন জেমস। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। জীবনের ৫৯ বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন এই গায়ক। সংগীত জীবনের শুরুটা চট্টগ্রামে। তবে তার পরিবার সঙ্গীত একবারেই পছন্দ করত না। গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে কিশোর বয়সেই ঘর ছাড়েন এই রকস্টার।
নব্বই দশকের ক্যাসেটের যুগে আলোড়ন তোলা জেমসের ‘দশ মাস দশ দিন’, ‘বাবা’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘পদ্ম পাতার জল’, ‘সুন্দরীতমা’, ‘এক নদী যমুনা’, ‘হতেও পারে’ গানগুলো আজোও শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়।
মঞ্চ মাতাতে এখনও দুই হাত উঁচিয়ে ভক্তদের সম্মান জানিয়ে এখনও তাকে বলতে শোনা সেই চিরচেনা কথাটি- ‘আমি তোমাদেরই লোক’। জন্মদিনে তার অগনিত ভক্তরা সামাজিক মাধ্যমে গান, ছবি দিয়ে প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। নতুন গান তৈরি করছেন জেমস। গত মে মাসে লন্ডনে পারফর্ম করেছিলেন নগরবাউল খ্যাত এই শিল্পী।
জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। এরপর ‘ফিলিংস’ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ড ‘নগর বাউল’।
২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় পারফর্ম করেন জেমন। এরপর ২০০৬ সালে আবারও বলিউড সিনেমা ‘চাল চালে’ গানে কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমায় প্লেব্যাক করেন।
সময়ের আলো/এএ/