প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:১১ পিএম (ভিজিট : ১৫৮)
এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের সাদা বলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেলেন বাবর আজম। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ওই পোস্টে বাবর বলেছেন, ‘পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। এই দলকে নেতৃত্ব দিতে পেরে সম্মানিতবোধ করছি। কিন্তু খেলায় ফোকাস করার জন্য পদত্যাগ করার এটাই সেরা সময়। অধিনায়ত্ব করা একটি ফলপ্রসু অভিজ্ঞতা। কিন্তু এটা অতিরিক্ত কাজের চাপ বাড়ায়। পদত্যাগের মাধ্যমে আমি আবারও নিজের ব্যক্তিগত উন্নয়নে ও খেলায় মন দিতে পারব।’
সময়ের আলো/এম