ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:২৭ পিএম  (ভিজিট : ১৫০)
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানাতে ব্যর্থ হওয়ার দাবিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ। বুধবার (২ অক্টোবর) এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব ইসরায়েলবিরোধী, সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা এবং আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন’ বলে জানান তিনি।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close