প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:৪০ পিএম (ভিজিট : ১১২)
ঢাকার সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে টানা ৫২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গত সোমবার থেকে বকেয়া বেতনসহ সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বাবদ পাওনা টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
বুধবার (২ অক্টোবর) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সমস্যা সমাধানে কারখানার মালিককে শ্রমিকদের সামনে হাজির করার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন।
জানা গেছে, সোমবার লে-অফ ঘোষণা করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোনও পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও দেয় কারখানা কর্তৃপক্ষ। সব শ্রমিক পাওনা টাকা পাওয়ার আশায় ওইদিন সকালে কারখানায় গেলে নোটিশে আরও তিন মাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পান। এ সময় উত্তেজিত হয়ে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। টানা দুই দিনেও কোনও আশ্বাস না পাওয়ায় অবরোধ প্রত্যাহার করেছিলেন না শ্রমিকরা।
এ প্রসঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে আন্দোলনরত শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে বিষয়টি নিয়ে কারখানার মালিক ও শ্রমিক উভয়ের আলোচনা প্রয়োজন। সেই লক্ষ্যেই সেনাবাহিনীকে নিয়ে মালিককে শ্রমিকদের সামনে উপস্থিত করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুতই কারখানার মালিককে শ্রমিকদের সামনে নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হবে। আশা করছেন, উভয় পক্ষ আলোচনা করে সমস্যার সুষ্ঠু সমাধান করবে।