প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:৪৯ পিএম (ভিজিট : ১৫৮)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, শিক্ষা কমিশন বাতিল করায় একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী জনমতকে মৌলবাদ ও সাম্প্রদায়িক বলে গালি দিয়ে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করছে। কিন্তু নাস্তিক্যবাদীদের বলে দিতে চাই ইসলামের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ফেনিতে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য। প্রতি আসনে একটি মাত্র ইসলামের পক্ষে ব্যালটবাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশকে চুরি-ডাকাতি, দুর্নীতি, অর্থপাচার ও গুম-খুনে বিশ্বে ৪র্থ করেছে তাদেরকে আমরা ক্ষমতায় আর চাই না।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে সরাসরি ভুমিকা পালন করেছে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্রদের মিছিলে আমরা যোগদান করেছি। আমাদের ১৭৩ জন ছাত্র এবং কর্মী শাহাদাত বরণ করেছে। কাজেই ইসলামী আন্দোলনের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। ৫ আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, তখনও আমাদের ছাত্র, যুবক এবং শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মন্দির পাহারায় কাজ করে, ডাকাতি বন্ধে পাড়া মহল্লাহ স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করে। যা দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন, ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা শেখ আতিকুল্লাহ প্রমুখ।
সময়ের আলো/এম