প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:০৬ পিএম (ভিজিট : ১৮২)
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।
বুধবার ( ২ অক্টোবর) তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরও দুটি প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হক-কে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পদত্যাগ করেন গত ১৩ আগস্ট। এর পর থেকেই পদটি ফাঁকা ছিল।
সময়ের আলো/এম