ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

৪২ বছরে গ্রামীণ ব্যাংক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৩২ পিএম  (ভিজিট : ২৭০)
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছুটে চলা গ্রামীণ ব্যাংক ২ অক্টোবর ৪১তম বছর পেরিয়ে ৪২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বুধবার (২ অক্টোবর) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ আব্দুল হাই খান, ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ও প্রধান কার্যালয়ের সকল কমকর্তা-কর্মচারীগণ। 

দোয়া মাহফিলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর সার্বিক মঙ্গলের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭৬ সালে তৎকালিন চট্টগ্রাম বিভাগের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রায়োগিক গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক প্রকল্পের যাত্রা শুরু হয়। সাফল্যমন্ডিত ও অপার সম্ভাবনাময় হওয়ায় সরকারি একটি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালের ২ অক্টোবর প্রকল্প অবয়ব থেকে পৃথক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে গ্রামীণ ব্যাংক। 

২০০৬ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে দেশজুড়ে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ১ কোটির অধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়নে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। 

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close