ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

রাজধানীতে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৪৫ পিএম  (ভিজিট : ১০০)
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকালের দিকে ডেমরা কাটপট্টি এলাকা থেকে অজ্ঞাত (৬৫) ও মতিঝিল পিরজঙ্গি মাজার এলাকা থেকে অজ্ঞাত (৫০)  বছরেরর দুই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদ জানান, খবর পেয়ে ডেমরার মীরপাড়া কাঠপট্টি এলাকায় ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর। ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। ধারনা করা হচ্ছে অসুস্থ জনিত কারনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং জানান, বিকালে খবর পেয়ে  মতিঝিল পীরজঙ্গি মাজার এর সামনের ফুটপাত থেকে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স হবে ৫০ বছর। ওই নারী ভবঘুরে প্রকৃতির। অসুস্থজনিত কারনে মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দুই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close