ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

শাস্তি পাচ্ছেন যে ১৭ উপসচিব, ডিসি নিয়োগে হট্টগোল
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৫০ পিএম  (ভিজিট : ১৪৮)
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জনকে বিভিন্ন ধরণের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, তাদের মধ্যে নুরজাহান খানম, মো. নুরুল করিম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, রেবেকা খান, মো. সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বীর আহমেদকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

এছাড়া লঘুদণ্ডের সুপারিশ করা চার কর্মকতা হলেন- হাসান হাবীব, মো. আ. কুদদূস, আব্দুল মালেক ও মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল। 'তিরস্কার' করার সুপারিশ করা হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে। তারা হলেন- মো. সগীর হোসেন, মো. মুনিরুজ্জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. হেমায়েত উদ্দীন ও মো. তোফায়েল হোসেন।

গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের কর্মকর্তারা। এ ঘটনায় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি আট জনকে গুরুদণ্ড, চার জনকে লঘুদণ্ড ও পাঁচ জনকে তিরস্কার-এর শাস্তি দেওয়ার সুপারিশ করে। ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ১৭ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশের কথা জানালেও সেদিন নাম প্রকাশ করেননি।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close