ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের হাতে ধরা
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:৫১ পিএম  (ভিজিট : ১৬৪)
মেহেরপুরের গাংনীর যুগিন্দা গ্রামে আগ্নেয়াস্ত্র আর একটি হাসুয়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টিম তাকে আটক করে।

আটক রাশেদুল ইসলাম ওই গ্রামের কুদরত উল্লাহ মীর ওরফে ভাদু মীরের ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, যুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখের সাথে রাশেদুল ইসলামের শত্রুতা ছিল। তাকে ফাঁসানোর জন্য রাশেদুল একটি ওয়ান শুটারগান ও ধারালো হাসুয়া আলীম শেখের বসত বাড়িতে রেখে র‌্যাবকে খবর দেয়।

রাশেদুল ইসলামের কথাবার্তা অসংলগ্নতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে প্রতিপক্ষ আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে বলে জানালে তাকে আটক করে আগ্নেয়াস্ত্র ও হাসুয়াসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close