ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো চালু করতে একমত ঢাকা-দিল্লি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ পিএম আপডেট: ০২.১০.২০২৪ ১১:৫৬ পিএম  (ভিজিট : ২৮৮)
বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশি রাষ্ট্র নিজেদের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো খুব দ্রুত চালু করতে চায়। দুইপক্ষের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়ে উভয়েই একমত পোষণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাত করেন। এই সময়ে দুইজনের মধ্যে নানান ধরনের দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলাপ হয়। উভয়েই সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। সদ্য সমাপ্ত জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়েও এই সময় আলাপ হয়। এই সময়ে ভারতের হাইকমিশনার নিজেদের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো খুব দ্রুত চালু করতে গুরুত্ব দেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতে বাণিজ্য, প্রকল্প এবং সংযোগ নিয়ে আলাপ হয়। এর মধ্যে ভিসা প্রক্রিয়া চালু করার ইস্যুটি গুরুত্ব পেয়েছে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close