ই-পেপার সোমবার ৪ নভেম্বর ২০২৪
সোমবার ৪ নভেম্বর ২০২৪

টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানালেন তৃপ্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩:১১ পিএম আপডেট: ০৩.১০.২০২৪ ৩:১৭ পিএম  (ভিজিট : ৩৪৮)
তৃপ্তি ডিমরির নাচ নিয়ে প্রবল সমালোচনা নেটপাড়ায়। সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জয়পুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। অগ্রিম টাকা নিলেও সে অনুষ্ঠানে হাজির হননি তিনি এমন অভিযোগ করেছেন অনুষ্ঠানের আয়োজকেরা। 

সম্প্রতি ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবির প্রচারে ব্যস্ত তিনি। যদিও, ইতিমধ্যেই তার এই ছবির ‘মেরে মেহবুব’ গানটি প্রকাশ্যে আসার পর থেকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তৃপ্তির টিমের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তৃপ্তি। তৃপ্তি মূলত যেসব অনুষ্ঠানে যাচ্ছেন, তা জড়িত এই ছবির প্রচারের সাথেই। এছাড়া তৃপ্তি অন্য কোনও অনুষ্ঠানে হাজির থাকার জন্য কথা দেননি বা কোনও অর্থ নেননি। যা রটেছে তা একেবারেই মিথ্যা।

জয়পুরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, যা হওয়ার কথা ছিল জেএলএন মার্গে। নারী উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তি দিমরিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেয়া হয়েছিল। এমনকি, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাবার আশ্বাসও দিয়েও তিনি সেখানে যাননি। এতেই উদ্যোক্তারা চরম ক্ষিপ্ত। তবে এই ধরনের অভিযোগ উড়িয়ে দিলেন অভিনেত্রী।

এক ভাইরাল ভিডিও থেকে জানা যায়, জয়পুরে জেএলএন মার্গে ‘নারী শক্তি’ মহিলা উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তি ডিমরিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। অভিনেত্রী নাকি আশ্বাস দিয়েছিলেন তাড়াতাড়ি পৌঁছে যাবেন। অনুষ্ঠান শুরুর মিনিট পাঁচেক আগেও একই কথা তিনি বলেন বলে দাবি। কিন্তু, শেষ পর্যন্ত দেখা মেলেনি তার। এতে ক্ষিপ্ত হয়ে যায় উদ্যোক্তরা।  অনুষ্ঠান মঞ্চে তৃপ্তির বড় বড় পোস্টার রয়েছে। তাতে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এক মহিলা। চোখেমুখে তার বিরক্তি। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন উদ্যোক্তার বলে হুশিয়ারি দিয়েছেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close