ই-পেপার মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪

নবীন শিক্ষার্থীদের বরণ করলো ঢাকা মহানগর মহিলা কলেজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:০৫ পিএম  (ভিজিট : ৪১২)
ঢাকা মহানগর মহিলা কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মনিরুল ইসলাম আখন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা তোমরা দেশের পরিবর্তনে যে অবদান রেখেছো তা চিরস্মরণীয়। এখন সময় এসেছে দেশ গড়ার। প্রত্যাশা করি দেশের উন্নয়নে তোমরা তোমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জীবন নিজেকে মানুষ হিসেবে গড়ার সময়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের তৈরি করার ভালো সময় এসেছে উল্লেখ করে তাদের সম্ভাবনার উপর আলোকপাত করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের ছাত্রীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী ফারিয়া আহমেদ ফারহা এবং তাসনুবা নাজনীন

উৎসব মুখর এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close