ই-পেপার মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪

গাজায় রাতভর নির্বিচার হামলা
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১:৪১ এএম  (ভিজিট : ১৭২)
ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতভর চালানো হামলায় নিহত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৭৮৮ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আনাদুলু ও আলজাজিরা লিখেছে, চলমান আক্রমণে ৯৬ হাজার ৭৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ৮টি পরিবারের ওপর হামলা চালিয়ে ৯৯ জনকে হত্যা করেছে এবং ১৬৯ জনকে আহত করেছে। এখনও অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

আলজাজিরা লিখেছে, ইসরাইল গাজায় হামলা জোরদার করেছে এবং গত ৪৮ ঘণ্টায় পৃথক হামলায় ডজন ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরাইলি বাহিনীর অভিযানে ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।

ফিলিস্তিনি বেতার সংবাদমাধ্যম ভয়েস অব প্যালেস্টাইন এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের গণসংযোগ দফতরের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে গাজায় শুরু হয় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান। গাজার খান ইউনিস ও তার আশপাশের এলাকায় ৪০ জনকে হত্যা এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরাইলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হন আরও ২২ জন।

এ ছাড়া ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতের একটি স্কুলেও বুধবার রাতে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেই অভিযানে নিহত হয়েছেন আরও ৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৫ জন। ইসরাইলি বাহিনীর দাবি, নুসেইরাতের স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাস।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এই আক্রমণের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

গাজার সরকারপ্রধান নিহত : গাজায় হামাস সরকারের প্রধানসহ তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। তিন মাস আগে চালানো এক বিমান হামলায় তারা নিহত হন বলে বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়। 

বিবিসি ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সামরিক বাহিনী বলেছে- হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে রাহি মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে আল-মাজদ (গ্লোরি), মুনাজামত আল-জিহাদ ওয়া আল-দাওয়া (পবিত্র যুদ্ধ ও প্রচারের সংগঠন) এর সংক্ষিপ্ত রূপ গঠন করেন।

বৃহস্পতিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক টুইটবার্তায় জানিয়েছে, তিন মাস আগে গাজায় হামাসের সরকারপ্রধান রাহী মুশতাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ ও সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা এখন নিশ্চিত হয়েছেন ওই হামলায় এই তিনজন নিহত হয়েছেন। 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যে সুড়ঙ্গে গাজার সরকারপ্রধান ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রশদ ছিল। হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এ তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে ইসরাইল। 

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এর মধ্যে হামাসের যোদ্ধা, কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন। যুদ্ধের শুরুতে ইসরাইল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরাইল তাদের এ লক্ষ্য অর্জন করতে পারেনি।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close