ই-পেপার সোমবার ৪ নভেম্বর ২০২৪
সোমবার ৪ নভেম্বর ২০২৪

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯
অদ্ভুত ঝড়ে ২ জনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ২:৪৩ এএম  (ভিজিট : ৮৬)
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার পিংটং কাউন্টির হাসপাতালে এই আগুন লাগে। ওই সময় টাইফুন ক্র্যাথন কাছের কাউন্টি কাওশিউংয়ে আঘাত হেনেছিল। ফলে ভেজা ও ঝড়ো আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজ করা দুরূহ হয়ে ওঠে বলে জানানো হয়েছে একটি খবরে।

তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকটি খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সময় একটি হাসপাতাল ভবন থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রায় ৩০০ রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কেউ কেউ কাছের বাণিজ্যিক প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। কাছাকাছি একটি সামরিক ঘাঁটির সেনারা দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহায়তা করে।

এদিকে আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়লেও বেশ খানিকটা শক্তি সঞ্চয় করে থাকা ‘অদ্ভুত’ টাইফুন ক্র্যাথন বৃহস্পতিবার তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে দ্বীপটির পূর্বাঞ্চলে প্রায় ১ লাখ ৭৮ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার শত শত ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে এবং অর্থ বাজার দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল। দক্ষিণ-পশ্চিম উপকূলে টাইফুন আঘাত হানার ঘটনা বিরল। তাইওয়ানের গণমাধ্যম একে ‘অদ্ভুত’ ঝড় বলে অভিহিত করেছে।


বন্দর শহর কাওসিউংয়ে দুপুরের দিকে ক্যাটাগরি ১ টাইফুন হিসেবে স্থলভাগে আঘাত হানে ক্র্যাথন। সিয়াওগাং জেলার সরকারি কর্মকর্তা চৌ ই-তাং বলেন, এটি খুবই শক্তিশালী।

তবে তাইওয়ানের পার্বত্য ও জনবিরল পূর্ব উপকূলে প্রবল বৃষ্টিপাতের সময় দমকল বিভাগ দুজনের মৃত্যুর খবর দিয়েছে। একজন গাছ কাটার সময় পড়ে যান এবং অন্যজন গাড়ির পাথরের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

টাইফুনগুলো সাধারণত তাইওয়ানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের দিকে মুখ করে আঘাত হানে, তবে ক্র্যাথন সরাসরি পশ্চিম উপকূলে আঘাত হেনেছে এবং স্থলভাগে পৌঁছানোর আগে উপকূলে ঘোরাফেরা করেছে।


সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close