ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

পুত্রসহ শামীম ওসমানের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ২:৫৫ এএম  (ভিজিট : ২১৬)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এছাড়া মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন সময়ের আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার ফজলে রাব্বি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন। 
মামলায় ফজলে রাব্বি অভিযোগ করেন, ৪ আগস্ট  সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফজর আলী মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে তিনিও অংশ নেন। আসামিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অনবরত গুলিবর্ষণ করেন। এ সময় ২ নম্বর আসামি অয়ন ওসমানের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলি বাদীর বাম পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close