ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

সাভারে দুই কার্টনে মিলল নারীর মাথাবিহীন লাশ
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৯ এএম  (ভিজিট : ২১৮)
ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত দুটি কার্টন থেকে অজ্ঞাত নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক কাপড় ব্যবসায়ীর দোকানের সামনে থাকা চৌকির নিচ থেকে খণ্ডিত লাশের কার্টন দুটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নারীর মরদেহে মাথা না থাকায় এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। বৃষ্টি থাকায় সকাল থেকে ওই এলাকার দোকানপাট ও মার্কেটের কিছু অংশ বন্ধ ছিল। সন্ধ্যার দিকে দোকান খুলতে এসে কার্টন দুটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান দোকানি।

দোকানের মালিক জমির উদ্দিন বলেন, আমি কাপড়ের দোকান করি। সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়ে ছিলাম। বিকেল সাড়ে ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি, দোকানের সামনে চৌকির নিচে রশি দিয়ে বাঁধা দুটি কাগজের কার্টন পড়ে আছে। ভেবেছি, কেউ রেখে গেছে, পরে এসে নেবে। কিন্তু দীর্ঘ সময় পরেও কেউ কার্টন নিতে না আসায় সন্দেহ হয়।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close