প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৩১ পিএম আপডেট: ০৬.১০.২০২৪ ৭:৪৪ পিএম (ভিজিট : ৪১৪)
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএমপি। রোববার (৬ অক্টোবর) গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।
সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
সময়ের আলো/এম