এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে সাদা জার্সিতে হোয়াইটওয়াশের পর রঙিন পোশাকে এবার রঙ ছড়াতে অপেক্ষায় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত। এদিকে ৩ পেসার, ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। দীর্ঘ ১৫ মাস পর স্কোয়াডে ফিরলেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
রোববার (৬ অক্টোবর) শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এদিকে, শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪ পরিবর্তনের একাদশে ফিরলেন পারভেজ হোসেন। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর গত বছরের এশিয়ান গেমসে দুটি ম্যাচ খেলেন পারভেজ হোসেন। তবে ওই গেমসে কোনো দেশই তাদের মূল দল পাঠায়নি। প্রায় দুই বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন তরুণ বাঁহাতি ওপেনার। এছাড়াও মেহেদী হাসান মিরাজের একাদশে ফেরানো হলো জাকের আলি ও শরিফুল ইসলামকে।
এছাড়া সবশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান ও সৌম্য সরকার। শরিফুল ছাড়াও পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। মিরাজের সঙ্গে স্পিন সামলাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
অন্যদিকে ভারত একাদশে আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক ইয়াদাভের সঙ্গে ভারতীয় একাদশে পেসার হিসেবে আছেন আর্শদিপ সিং। এছাড়া দলের প্রয়োজনে মিডিয়াম পেস বোলিং করতে পারেন হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ভারত একাদশ: সুরিয়াকুমার ইয়াদাভ, আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তী, আর্শদিপ সিং, মায়াঙ্ক ইয়াদাভ।
সময়ের আলো/আরআই