প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০:৪২ পিএম আপডেট: ০৬.১০.২০২৪ ১১:৫৮ পিএম (ভিজিট : ৪৪২)
অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে আটক হয়েছেন।
রোববার (০৬ অক্টোবর) রাতে ভারতে পালানোর সময় তাকে আটক করে বিজিবি। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে।
সময়ের আলো/এম