অজেয়ই হয়ে উঠেছিল তারা, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ মাস এবং ৩৬ ম্যাচ তাদের বিপক্ষে জয়োৎসব করতে পারেনি প্রতিপক্ষ। পাঁচ দিন আগে রিয়াল মাদ্রিদের সেই গর্ব গুঁড়িয়ে দেয় লিলে। চ্যাম্পিয়ন্স লিগে এবার নিজেদের প্রথম ম্যাচেই হার দেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে লা লিগায় এখনও দুর্বার কার্লো আনচেলত্তির দল। স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় ৪১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। ফেদেরিকো ভালভার্দে আর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হলেও স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোসরা। ম্যাচটিতে পাওয়া চোটে যে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তারকা ডিফেন্ডার দানি কারভাহাল।
টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমেছিল ভিয়ারিয়াল। এমন ফর্ম নিয়েও এমবাপে-মদ্রিচদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। পুরো ম্যাচে একবারই গোলমুখে শট নিতে পেরেছিল দলটি। অন্যদিকে জোড়া শট নিয়েই শতভাগ সফল স্বাগতিকরা। ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় দূরপাল্লার এক শটে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। বিরতির পর ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে অপর গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। দুই গোলে এগিয়ে থেকে রিয়াল যখন জয়ের দ্বারপ্রান্তে; শেষ বাঁশি বাজার অপেক্ষায়, ঠিক তখনই বিপদে পড়ে দলটি। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে পিষ্ট হয়ে চোটে পড়েন কারভাহাল। অশ্রুসিক্ত অবস্থায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার।
লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন কারভাহাল, যেটি সারতে অস্ত্রোপচারের পাশাপাশি তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এটা রিয়ালের জন্য বড় ধাক্কাই। মৌসুমের শুরুতেই দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে হারিয়ে কোচ আনচেলত্তিও দুশ্চিন্তায়, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। এ নিয়ে সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’ আপাতত রিয়ালের জার্সিতে স্প্যানিশ ডিফেন্ডারের স্থলাভিষিক্ত হবেন লুকাস ভাসকেস। তবুও অস্বস্তিতে রিয়াল শিবির। আনচেলেত্তির কথাতেই তা পরিষ্কার, ‘ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার কারণে কারভাহাল আমাদের মূল খেলোয়াড়দের একজন। মাদ্রিদের যুবা দল হয়ে ২০১৩-১৪ মৌসুম থেকেই সে দলের নিয়মিত সদস্য।’
লা লিগার মতো সিরি’আতেও জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মার্কাস থুরামের হ্যাটট্রিকে তুরিনোকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
সময়ের আলো/আরএস/