প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:০৩ পিএম আপডেট: ০৭.১০.২০২৪ ৯:০৫ পিএম (ভিজিট : ২০৯)
রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডের একটি ভাংগাড়ির দোকানে চুরি করতে গিয়ে দরজার চিপায় আটকে ফারুক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) খবর পেয়ে দোকান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সময়ের আলোকে জানান, টিপু সুলতান রোডের ভাংগাড়ির দোকানে চুরি করতে গিয়ে দরজার চিপায় আটকে শ্বাস আটকে মারা গেছে বলে সন্দেহ হচ্ছে। স্থানীরা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের সহায়তায় জানতে পারি যে, তার বাবার নাম শফিকুল ইসলাম। ওই যুবকের নিজেদের বাড়ি গেন্ডারিয়ার শাহ সাহেব লেনে। ভবঘুরে ও মাদকাসক্ত হওয়ায় প্রায় ২৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/জেডআই