ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

বেসরকারি মেডিকেলে শিক্ষার মানোন্নয়ন-স্বচ্ছতা নিশ্চিতে মনিটরিং কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:০৫ পিএম  (ভিজিট : ১৯২)
দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫ সদস্যের পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটি প্রতিমাসে অন্তত ৪টি বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ পরিদর্শন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।

বুধবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোর অ্যাকাডেমিক, প্রশাসনিক ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্তভাবে পরিদর্শন ও মনিটরিং কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেব দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) ও উপসচিব (চিকিৎসা শিক্ষা-২)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বেসিক বিষয়ের একজন অধ্যাপক (মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর কর্তৃক মনোনীত)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি প্রতিমাসে কমপক্ষে ৪টি বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ পরিদর্শন করে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধে প্রস্তুতি বিষয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজগুলোর মানোন্নয়নে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close