প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:৪২ পিএম আপডেট: ৩০.১০.২০২৪ ১০:১৭ পিএম (ভিজিট : ৩৮৩)
আবারও সেই একই প্রতিপক্ষ একই ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। বুধবার (৩০ অক্টোবর) দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে নেপালকে।
ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ-নেপাল। তারই ধারাবাহিকতায় ৫১ মিনিটে সফরকারীদের হয়ে লিড নিয়েছেন মনিকা চাকমা। তবে ৩ মিনিট পরই আমিশা কার্কির গোলে সমতায় ফিরে স্বাগতিক। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই ম্যাচের ডেডলক ভেঙে লিড নেয় বাংলাদেশ। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা চাকমা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন।
নেপাল গোল পরিশোধ করতে সময় নেয়নি। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠে সাফের ফাইনাল।
তবে দারুণ এক আক্রমণ থেকে ৮১ মিনিটে ঋতুপর্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে অসাধারণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন ঋতুপর্ণা। এই গোলেই শিরোপা ধরে রাখার স্বপ্ন উজ্জ্বল করে বাংলাদেশ।
এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।
সময়ের আলো/জেডআই