ই-পেপার রবিবার ৩ নভেম্বর ২০২৪
রবিবার ৩ নভেম্বর ২০২৪

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ ১৪ জন গ্রেফতার
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯:০৬ পিএম  (ভিজিট : ১৪০)
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফ ও তার ১৩ সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আলতাফের ১৩ সহযোগীরা হলেন- মো. সোহাগ, মো শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, শরিফুল, সাগর, ময়না বেগম, সেলিনা, রহিমা। 

বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। 

আইএসপিআর আরও জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অর্থ, মাদক ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ ও তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়, এই বাইদা বস্তি অপরাধের এক অভয়ারণ্য যা ব্যবহার করে মাদক কারবারি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক আলতাফ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করত।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close