বাংলাদেশ ‘রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে’ নির্বাচন জরুরি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর কোনো বিকল্প নেই।
নির্বাচন কমিশনের গঠনের লক্ষ্যে সার্চ কমিটির ঘোষণার প্রসঙ্গ টেনে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনায় তিনি এই আহ্বান জানান।
ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতা বলেন, আমাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে এখানে সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণে একটা নির্বাচন এবং সেটা একেবারেই নিরপেক্ষ করতে হবে। কারণ, আমাদের সামনে এখন সবচেয়ে বড় প্রয়োজন বা চ্যালেঞ্জ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশ করে বলেন, অন্যান্য বিষয়গুলোর দিতে নজর না দিয়ে নজর নির্বাচনের দিকে দিন। এটার কোনো বিকল্প নাই।
নির্বাচন কমিশনে নিয়োগ দিতে গঠনে সার্চ কমিটি গঠনের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল যে এই কমিটি করার আগে তারা রাজনৈতিক দলগুলো, যারা স্টেকহোল্ডার, তাদের সঙ্গে একটু পরামর্শ করবেন। যাহোক এটাকে আমরা বড় ধরনের সমস্য মনে করছি না। দ্রুত নির্বাচন কমিশন হোক এবং নির্বাচন কমিশন অতি দ্রুততার সঙ্গে নির্বাচন তারা করবেন।
এই সরকারের ‘ভিন্ন কোনো’ রাজনৈতিক এজেন্ডা নেই বলে বিশ্বাস করেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মুহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই যে, আপনি সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষ আপনাকে খুবই ভালোবাসে, আপনাকে সম্মান দিয়েছে, দেবে, দিতে চায়। একটাই আপনি এই জায়গাটা যাতে নষ্ট না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন।
বর্তমান সময়কে ‘কঠিন’ ও ‘বড়ই জটিল’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, শুধু আবেগের বশবর্তী হয়ে কোনো হঠকারিতার কারণে যদি ভুল হয়ে যায়, আমরা রাষ্ট্র হিসেবে বড় বিপদে পড়ে যাব। কারণ আমাদেরকে বিপদগ্রস্ত করবার জন্য, আমাদের অস্তিত্বকে বিপন্ন করবার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
রাষ্ট্র সংস্কারে বিএনপিরও ৩১ দফা প্রস্তাব আছে জানিয়ে তিনি বলেন, ২০১৬ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০ ৩০’ দিয়েছিলেন। সেখানে তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, ‘রেইনবো নেশন’, মানুষের অধিকারসহ বিভিন্ন কথা বলেছেন।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্ব ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল হালিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির কেএম আবু তাহের, জাগপার খন্দকার দেলোয়ার হোসেন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গণঅধিকার পরিষদের ফারুক হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সময়ের আলো/জেডআই