ই-পেপার শনিবার ২ নভেম্বর ২০২৪
শনিবার ২ নভেম্বর ২০২৪

চলচ্চিত্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১:৫৫ এএম  (ভিজিট : ১৫৪)
চলতি বছর জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান নিয়ে বেশকটি সিনেমার ঘোষণা এসেছে। সিনেমার গল্পে উঠে আসবে-ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ওপর চালানো হয় বর্বর হত্যাকাণ্ড। 

এক পর্যায়ে দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার; দেশের ইতিহাসে ঘটে এক অনন্য বিপ্লব। এরই মধ্যে আশফাক নিপুণ রায়হান রাফি, মাবরুর রশীদ বান্নাহ ও খিজির হায়াত খান সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশফাক নিপুণ বলেন, সামগ্রিক ছাত্র আন্দোলন নিয়ে কিংবা আন্দোলনের খুব ছোট একটা অংশ নিয়েও গল্প হতে পারে। ছাত্র আন্দোলন তো অনেক বড় এবং স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে কনটেন্ট নির্মাণের ভাবনা সবারই থাকে, আমারও আছে।

তিনি আরও বলেন, শুধু ভাবনা থাকলেই তো হবে না। যথাযথ পড়াশোনা ও গবেষণারও দরকার
আছে। যা কিছু আমি দেখিনি, সেটা সম্পর্কেও জানতে হবে। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই এ রকম বিষয় নিয়ে কাজ করা উচিত।

এদিকে গত সোমবার এক ফেসবুক পোস্টেফ্যাসিস্টবিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ছবিটির প্রি প্রোডাকশনের কাজও নাকি শুরু। এই নির্মাতা লেখেন, 'জুলাই ফ্যাসিস্টবিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে ফিলোর কাজে নামলাম। প্রি প্রোডাকশন অন।' সামাজিক মাধ্যমে এ ঘোষণা দিতেই ব্যাপক আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এ সময় মন্তব্য ঘরে শুভকামনায় ভরিয়ে দেন তারা। এ ছাড়া সিনেমাটি নির্মাণ হলে সেখানে কী কী চরিত্র থাকবে, তা নিয়েও জানতে চান অনেকে।

এদিকে শেখ হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা নিজেই। 'বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ' শীর্ষক এক আলোচনায় রাফী বলেন, 'সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।' রাফী আরও বলেন, 'জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার।

সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!' 'ওরা ৭ জন' সিনেমার নির্মাতা খিজির হায়াত খানও জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে সিনেমার নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে ২০২৩ সালেই পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে 'সাম্রাজ্য' নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। গত বছরের শেষ দিন ছবিটির একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করে খিজির হায়াত লিখেছিলেন, '২০২৪ সাল হবে সহিংস, কারণ রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে। সবাই নিরাপদে থাকুন এবং শুভ নববর্ষ।' সিনেমার বাজেটের ওপরই সবকিছু নির্ভর করছে। গণমাধ্যমকে খিজির হায়াত খান বলেন, 'সাম্রাজ্য' ফাইনাল ড্রাফট নিয়ে কাজ করছি। এ ছাড়া একটা ঘটে যাওয়া স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছি। যেটা নিয়ে কিছু একটা বানাতে চাই 'ইফপসিবল ফিল্ম'। খিজির আরও বলেন, 'এই হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে ঘটেনি। এটা ঘটেছে ফ্যাসিস্ট সরকারের আমলে। নিরাপত্তাজনিত কারণে হত্যাকাণ্ডের বিষয়টি এখন বলতে চাই না।'


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close