ই-পেপার শনিবার ২ নভেম্বর ২০২৪
শনিবার ২ নভেম্বর ২০২৪

পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:৪১ এএম  (ভিজিট : ১৩৬)
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ওই এলাকার সাংগঠনিক কাজ করতেন বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত ব্যক্তিরা ওই এলাকায় সাংগঠনিক কাজ করতেন। ১৩ থেকে ১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছে। ইউপিডিএফ দলটিকে নব্য মুখোশধারী বাহিনী হিসেবে আখ্যা দিয়ে থাকে। জানতে চাইলে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, নব্য মুখোশধারী বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি শ্যামল কান্তি চাকমা এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, এটি ইউপিডিএফের অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ঘটেছে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে ইউপিডিএফ প্রসীতপক্ষ। বিবৃতিতে আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close