ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মাদারীপুরে চিফ হুইপ
এ সরকারের সময়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে
প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৪৫)
বর্তমান সরকারের ৫ বছর বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়েই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে হিসেবে গড়ে উঠবে, বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী। শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার বাহাদুপুর শরীয়াতিয়া কামিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি নিলখী ইউনিয়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে গুচ্ছগ্রাম, বাহাদুরপুর ভ‚মি অফিস উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐের উদ্বোধন করেন। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, বাহাদুরপুর পীর মঞ্জিলের পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা উন্নত বাংলাদেশ পেতাম না। এই সরকারের সময়েই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। এই পদ্মা সেতুকে নিয়ে যে পরিকল্পনা সরকার এবং দেশ-বিদেশ থেকে নেওয়া হচ্ছে তার একটি অংশ যদি এই শিবচরের মাটিতে হয় তা হলে সারাজীবন শিবচর একটি উন্নত এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে। আমরাও সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শেখ হাসিনা তাঁত পল্লীসহ বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close